প্রতি বছর শীতকাল এলেই বাংলাদেশের প্রকৃতিতে ঘটে এক মনোমুগ্ধকর রূপান্তর। উত্তর মেরু, সাইবেরিয়া, ইউরোপ এবং হিমালয়ের পাদদেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে উষ্ণতার খোঁজে আসে লক্ষ লক্ষ পরিযায়ী পাখি। নিজেদের জায়গা থেকে তুলনামূলকভাবে কম শীতল হওয়ায় বাংলাদেশকে বেছে নেয় এই 'অতিথি পাখিরা'। তারা এখানে খুঁজে নেয় খাদ্য, প্রজনন এবং ছানাদের লালন-পালনের উপযুক্ত পরিবেশ। প্রকৃতির এই নৈসর্গিক বিস্ময় উপভোগ করতে এবং শীতের ডানায় ভেসে আসা রঙের মেলা দেখতে, আমরা ঘুরে দেখব বাংলাদেশের এমন কিছু স্থান, যা অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। ঢাকার কাছাকাছি প্রকৃতির ছোঁয়া: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা ও এর আশেপাশে অতিথি পাখির দেখা মিললেও, ঝাঁকে ঝাঁকে পাখিদের ভিড় প্রাণ ভরে উপভোগ করতে হলে যেতে হবে ঢাকার নিকটেই অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। নয়নাভিরাম এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ২০১৪ সালে অতিথি...