বাঁধাই করা বইয়ের আলাদা এক জাদু রয়েছে, যা অস্বীকার করার উপায় আমাদের নেই। কাগজের নরম স্পর্শ ও গন্ধ, আর হাতে বইয়ের ভার– এসবই এক বিশেষ অনুভূতি জাগায় আমাদের মনে, যা অনেকেই ভালোবাসেন। ডিজিটাল যুগে থেকেও অনেকে স্ক্রিন থেকে দূরে সময় কাটানো উপভোগ করেন। তবে একের পর এক বই সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করা কখনো কখনো ঝামেলার কাজ হতে পারে। ফলে বেশিরভাগ মানুষ কেবল এক বা দুইটি বই নিয়ে বের হন। অন্যদিকে, অ্যামাজনের ‘কিন্ডল’ ও ‘বার্নস অ্যান্ড নোবল’-এর ‘নুক’-এর মতো ই-রিডারদের নিজস্ব এক বিশেষ সুবিধা রযেছে, যেখানে ছোট এক ডিভাইসেই হাজার হাজার বই রাখা যায়, যা সহজেই ব্যাগে বা খালি হাতেই বহন করতে পারেন। আর এতে একাধিক বই পড়ার স্বাদ পাওয়াও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়। ই-রিডারের স্টোরেজ অনুসারে বইয়ের সংখ্যাও ভিন্ন হয়,...