২০ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের লাশ ময়নাতদন্ত শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জোবায়েদের সহপাঠীরা জানিয়েছেন, জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানেই তাকে দাফন করা হবে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। জোবায়েদ হোসাইন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা...