মাটির মানুষ আর মনের গল্পে বোনা এক নকশী কাঁথার স্পর্শ দেখতে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছে প্লাটফর্মটি। সেই সাথে ‘নকশী কাঁথার জমিন’-কে বলা হচ্ছে প্রেম, বেদনা ও জীবন যুদ্ধের গল্প…! রবিবার (১৯ অক্টোবর) দুপুর থেকেই আইস্ক্রিন-এ দেখা যাচ্ছে সিনেমাটি! মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশী কাঁথার জমিনে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয়...