দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (২০ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় জুলাই সনদ ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে এর বাস্তবায়ন আদেশ জারি করে আইনগত ভিত্তি দিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন বানচালের জন্য পতিত স্বৈরাচারের দোসররা অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি ১/১১ সৃষ্টির চক্রান্ত করছে। নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বাড়বে। তাই আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।আরও পড়ুনআরও পড়ুনজামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার রাশেদ খান আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক কাঠামো পুনর্গঠন অপরিহার্য। ২০১৪, ২০১৮...