মসলিনের লাল পাঞ্জাবি, সঙ্গে ধুতি। মুম্বাইয়ে প্রাক-দীপাবলির জমকালো পার্টিতে একবারে বাঙালি বাবুর লুকে ধরা দিলেন ছোটে নবাব খ্যাত বলিউড অভিনেতা সাইফ আলি খান। বাঙালি সাজ তার বিশেষভাবে পছন্দ। আর এদিন এই পোশাকে সাইফকে সাজালেন কলকাতার ডিজাইনার অভিষেক রায়। বিগত বেশ কয়েকবছর ধরেই সাইফের পোশাক পরিকল্পনা করছেন অভিষেক। দু’জনের মধ্যেই এখন সম্পর্ক খুব কাছের মানুষের মতোই। তবে শুধু সাইফ নন তার পাশাপাশি জমকালো এই প্রাক-দীপাবলির পার্টিতে একইসঙ্গে তৈমুর ও জেহর জন্যও পোশাক ডিজাইন করেছেন অভিষেক। দীপাবলি স্পেশাল বাঙালি পোশাক অর্থাৎ ধুতি পাঞ্জাবিই পরেছিলেন এদিন সাইফ ও তার দুই ছেলে। পারিবারিক এই পার্টিতে ঠিক কীভাবে সেজে ওঠার পরিকল্পনা ছিল সইফের এবং অভিষেক কীভাবে পুরোটা প্ল্যান করেছেন নায়কের ইচ্ছার কথা মাথায় রেখে? তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল কলকাতার ডিজাইনার অভিষেক রায়ের...