জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো: জুবায়েদ হোসেনের জানাজা শেষে খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আজ সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে জানাজা শেষে এই বিক্ষোভ মিছিল করে তারা। এসময় তারা 'প্রশাসনের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'আমার ভাই মৃত কেনো, প্রশাসন জবাব চাই', ' জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস' ' ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই' স্লোগান দেয়। জুবায়েদ হত্যার সাথে জড়িতদের ফাঁসি চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, আমার ভাইকে খুন করার পর ২২ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার দেখতে পাইনি। প্রশাসনের এমন উদাসীনতার তীব্র নিন্দা জানাচ্ছি। অতিদ্রুত আমার ভাই জুবায়েদের খুনিদের গ্রেফতার করা হোক এবং আইনি ভিত্তিতে ফাঁসি দেওয়া হোক। বিক্ষোভরত ২০২০-২১ সেশনের শিক্ষার্থীর রিয়াজ...