২০ অক্টোবর ২০২৫, ০১:০৬ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০১:১৩ পিএম এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একত পোষণ করেছে। কিন্তু ২০ শতাংশ হয়তো পাননি। ৫ শতাংশ বাড়ি ভাড়া পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনা করতে হবে। তবে এখন এমন কোনও কাজ করা যাবে না, যেখানে মানুষের যেন ক্ষতি না হয়।’ সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে গিয়ে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘১২ তারিখ থেকে আজ পর্যন্ত কথা, আন্দোলন, আবেদন ও নিবেদনে সরকার ও রাজনৈতিক দলগুলোকে যা বলেছেন, তার ওপরই বিএনপি বক্তব্য দিয়েছে। সবাই অবহিত হয়েছি। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নীতিগতভাবে...