২০ অক্টোবর ২০২৫, ০১:৫২ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পিএম গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, আসন্ন নির্বাচনে নামে-বেনামে আওয়ামী লীগের দোসর বা নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও এর দোসর জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হয়নি। তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নেবে, আর আমরা কী ললিপপ খাব? এটা কখনো হবে না। সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে রাশেদ খাঁন বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য, আগামী নির্বাচনে ডামী-মামী, স্বতন্ত্র, নামে-বেনামে, কোনোভাবেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল অংশগ্রহণ করতে পারবে না। একই সঙ্গে এই দাবি জানাচ্ছি, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও ১৪ দলকে...