দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ২০ অক্টোবর, ২০২৫, ১৩:২৩:৩২ প্রতিবন্ধী আতিকুর অভাব অনটনের মধ্য দিয়ে কষ্টের জীবনযাপন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া:দুপচাঁচিয়া প্রতিবন্ধী আতিকুর অভাব অনটনের মধ্য দিয়ে কোন রকমের জীবনযাপন করছেন। বগুড়ার দুপচাঁচিয়া পৌর চৌধুরীপাড়া এলাকার হত দরিদ্র ভ্যানচালক আজাহার আলীর বড় ছেলে। প্রতিবন্ধী আতিকুর রহমান ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন।সে ছোটকাল থেকে মেধাবী ছাত্র ছিল। প্রাথমিক স্কুলে যাওয়ার পরে স্কুলে হঠাৎ করে টাইফয়েড জ্বর হওয়ার পর সে ধীরে ধীরে পঙ্গু হয়ে যায়। এরপর পঙ্গু অবস্থায় পড়াশোনা চালিয়ে ২০১৩ সালে দুপচাঁচিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস ও ২০১৫ সালে দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান মহাবিদ্যালয় হতে এইচ এস সি এবং ২০২০ সালে একই মহাবিদ্যালয় হইতে স্নাতক পাস করেন।আতিকুর এর বাবা একজন ভ্যানচালক। পরিবারের ৪ জন সদস্যের...