অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এখন কয়েকটি ইসলামি দলের নেতারা নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন তরুণ ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, হেফাজত যদি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হতো তাও ভালো ছিল, তাহলে এ দোটানার মধ্যে থাকতে হতো না। হাটহাজারীর কিছু নেতাসহ হেফাজতের একটা অংশ এখনও রাজনীতিবিমুখ আছে। যারা রাজনীতির বাইরে থাকতে চান। কিন্তু যে অংশটা এখন হেফাজত নিয়ন্ত্রণ করছে, যারা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তারা সবাই সরাসরি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে জড়িত। এরা বিভিন্ন দলের- যেমন জমিয়ত, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন- এ অংশটার অধীনে এখন হেফাজত চলে গেছে। এ কারণে এখন বিভিন্ন বিষয়গুলো প্রকাশ হচ্ছে। হেফাজত কি তাহলে প্রতিষ্ঠার উদ্দেশ্য থেকে সরে গেছে? এমন...