রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার বাসে শহর থেকে ক্যাম্পাসে আসার পর এ ঘটনা ঘটে বলে জানা যায়। পরবর্তীতে উপস্থিত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাতেই অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, রবিবার সন্ধ্যায় শহর থেকে ক্যাম্পাসে আসার পথে বাসের মধ্যে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত আনসারুল নামের এক শিক্ষার্থী জুনিয়র কয়েকজন শিক্ষার্থীকে আস্তে কথা বলতে বলেন। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর বাস ক্যাম্পাসে আসলে বাস থেকে নামার পর দুই পক্ষের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আনসারুলের বিপক্ষে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ তোলেন ভুক্তভোগী ৪ শিক্ষার্থী। ভুক্তভোগী তাজউদ্দীন হলের (বর্তমান শহীদ আবরার ফাহাদ হল) ইংরেজি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তানভীর অভিযোগ করে বলেন, "আমরা বন্ধুরা মিলে রাত ৯ টার বাসে...