পৃথিবীকে ঘিরে থাকা চৌম্বক ক্ষেত্র আমাদের গ্রহটিকে নানা মহাজাগতিক ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করে। তবে আটলান্টিক মহাসাগরের ওপরের অংশে এ চৌম্বকীয় ঢাল দুর্বল হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, ‘সাউথ আটলান্টিক অ্যানোমালি’ নামে পরিচিত পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের একটি দুর্বল অংশটি ধীরে ধীরে আরও বড় হচ্ছে, অর্থাৎ পৃথিবীর ঐ অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের সুরক্ষা কমে যাচ্ছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘সোয়ার্ম’ স্যাটেলাইট মিশন থেকে পাওয়া ১১ বছরের নির্ভুল তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বলছেন, পৃথিবীর দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উপর বিস্তৃত এ অঞ্চলটির দুর্বলতা ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ইউরোপ মহাদেশের অর্ধেক আকারের সমান এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অদৃশ্য ঢালের মতো কাজ করে, যা জীবজগৎকে ক্ষতিকর মহাজাগতিক রশ্মি ও সূর্যের বিকিরণ থেকে রক্ষা করে। এই চৌম্বক ক্ষেত্রের...