পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডা। এনডিটিভি লিখেছে, দিল্লির এক বেসরকারি হাসপাতালে শনিবার রাতে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে পরিণীতি ও রাঘব লিখেছেন, “ অবশেষে সে এসে গেছে, আমাদের ছোট্ট ছেলে। “আমরা সত্যিই আমাদের আগের জীবনটা মনে করতে পারছি না। আমাদের হাত ও হৃদয় ভরে গেছে। প্রথমে আমরা কেবল পরস্পরের জন্য ছিলাম। এখন আমাদের সবকিছু আছে।” আয়ুষ্মান খুরানা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যাননসহ বলিউডের আরও অনেকে সোশাল মিডিয়ায় নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। কয়েক দিন আগে পরিণীতিকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই ভক্তকূল সুখবর শোনার অপেক্ষায় ছিলেন। পরিণীতি ও রাঘব প্রেম করেছেন 'লন্ডন স্কুল অব ইকোনমিকসে' একসঙ্গে পড়াশোনা করার সময়। এরপর ২০২৩ সালে পাঞ্জাবি রীতি মেনে একে অন্যের...