গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন অনুষদে অধ্যয়নরত ২০ জন মেধাবী শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক প্রদত্ত সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মুস্তাফিজুর রহমান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রতীকী চেক তুলে দেন। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা তিন বছরের জন্য প্রতি বছর ৩৭ হাজার টাকা করে অনুদান পাবেন। এনইএফ বৃত্তি প্রদান করা হয় সেইসব শিক্ষার্থীকে, যারা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই কৃষি ও বন ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে গবেষণায় নিয়োজিত থেকে নিজ দেশের প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় অবদান রাখছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মুস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত...