আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জুবায়েদ হোসাইন নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত করে আগামীকাল ২১ ও ২২ অক্টোবর শোক দিবস ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক জরুরী জুম মিটিংয়ের আয়োজন করা হয়। এই জুম মিটিংয়ে এসকল সিদ্ধান্ত গৃহীত হয়। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ২১ ও ২২ অক্টোবর শোক দিবস পালন করা হবে এবং এদিন সকল ক্লাস কার্যক্রম চালু থাকলেও ক্লাস পরীক্ষা চলবে না। এর মধ্যে ২১ অক্টোবর শোকসভা ও ২২ অক্টোবর শোক র্যালি পালন করা হবে। এ সম্পর্কে উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকল কার্যক্রম স্থগিত।জুবায়ের হত্যার বিচার না হওয়া পর্যন্তু আমরা থামব না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, শোক দিবস...