জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন হত্যার ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার ক্যাম্পাসে শোক পালন করা হবে জানিয়ে উপাচার্য রেজাউল করিম বলেছেন, সেদিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে, সবাই কালো ব্যাজ ধারণ করবেন। আর আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় দিবসের যে কর্মসূচি ছিল তা স্থগিত করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। উপাচার্য রেজাউল বলেন, “২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস চললেও পরীক্ষা স্থগিত থাকবে।” জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ২০ অক্টোবর হলেও এবার কালী পূজার জন্য দিবসের কর্মসূচি মঙ্গলবার ঠিক করা হয়েছিল। রোববার বিকালে ঢাকার আরমানিটোলায় এক বাসায় ছুরিকাঘাতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন।...