পরিস্থিতি ঘোলাটে করে দেশে আরেকটি ১/১১ সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে অভিযোগ করে জাতীয় নির্বাচন আগামী জানুয়ারিতে আয়োজনের দাবি জানিয়েছে নুরুল হকের গণঅধিকার পরিষদ। সোমবার বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণঅধিকার পরিষদ। জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে বিধায় দ্রুতসময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আইনগত ভিত্তি প্রদানের দাবি জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘‘আমরা লক্ষ্য করছি, নির্বাচন বানচালের জন্য সাম্প্রতিককালে অগ্নিসংযোগে লিপ্ত হয়েছে পতিত স্বৈরাচারের দোসররা। এভাবে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি ১/১১ সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে। নির্বাচন যতো দেরিতে হবে, ষড়যন্ত্র ততো বাড়বে। সুতরাং আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করার আহ্বান করছি।’’ সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি খুবই...