জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী (২০১৯-২০ শিক্ষাবর্ষ) এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইন নারীঘটিত কারণে হত্যার শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেছেন, জোবায়েদ হত্যার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করতে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। শিগগির তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব। প্রাথমিকভাবে আমরা এতটুকুই জানতে পেরেছি যে, নারীঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বার্জিস শাবনাম বর্ষা নামের এক তরুণীকে আটক করা হয়েছে। তার পরিবারের সদস্যদেরকেও নজরদারিতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ষা পুলিশকে জানিয়েছেন যে, তার সাবেক প্রেমিক মাহির রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বর্ষাকে প্রাইভেট পড়াতেন...