এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ কথা জানান। এ্যানীর নেতৃত্ব একটি প্রতিনিধিদল আন্দোলনরতদের সঙ্গে দেখা করে শহীদ মিনারে। এ সময় বিএনপির এই নেতা জানান, তাঁর দল ক্ষমতায় গেলে পুরো শিক্ষা ব্যবস্থাকেই জাতীয়করণ করা হবে। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর বক্তব্য–বিবৃতির মাধ্যমে ইতোমধ্যে শিক্ষকদের ন্যায্য দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আগামী দিনে দাবি দাওয়া নিয়ে যেন আর রাস্তায় নামতে না হয় সেজন্য পূর্ণাঙ্গ জাতীয়করণের কথা আবার বলে গেলাম। বিএনপির এই নেতা বলেন, সরকারের কাছে অনুরোধ করব বিশেষ বিবেচনায় শিক্ষকদের দাবি মেনে নিন। আমরা আপনাদের (শিক্ষক) সাথে আছি, থাকব। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাকে পূর্ণ...