পুরান ঢাকায় ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন তার এক ছাত্রীর প্রেমিকের সন্দেহ ও ক্ষোভের বলি হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম সোমবার সকালে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী দাবি করেছেন, তিনি খুনের বিষয়ে কিছুই জানতেন না। তবে তার দেওয়া তথ্যে হত্যার পেছনে প্রেমঘটিত সম্পর্কের জটিলতা থাকতে পারে বলে পুলিশ মনে করছে। ওসি বলেন, “মেয়েটির সঙ্গে মাহির রহমান নামে এক যুবকের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির পুরান ঢাকার শেখ বোরহান উদ্দীন কলেজের ইন্টার প্রথম বর্ষের ছাত্র। আর মেয়েটি ঢাকা মহানগর মহিলা কলেজে পড়ছে দ্বিতীয় বর্ষে। তারা ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে বড় হয়েছে।” “সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। কিছুদিন আগে মেয়েটি মাহিরকে জানায়, সে জুবায়েদকে পছন্দ করে। এরপরই ক্ষোভে মাহির তার বন্ধুদের নিয়ে...