পুরান ঢাকায় টিউশনি করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য বলেন, “সভায় সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া ২২ অক্টোবর নির্ধারিত বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে।” তিনি আরও জানান, “২১ ও ২২ অক্টোবর সব বিভাগের নিয়মিত ক্লাস চলবে, তবে পরীক্ষাগুলো স্থগিত থাকবে।” রোববার বিকেল পৌনে ৪টার দিকে...