পুরান ঢাকার আরমানীটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে হত্যার ঘটনায় তদন্তে জানা গেছে, হত্যার পেছনে ছাত্রীর প্রেম সম্পর্ক জড়িয়ে রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বর্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, তার সঙ্গে মাহির রহমান নামে এক ছাত্রের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বর্ষা মাহিরকে জানিয়েছিলেন যে তিনি তার শিক্ষক জোবায়েদকে পছন্দ করেন। বিষয়টি জেনে মাহির ও তার বন্ধু মিলে জোবায়েদকে হত্যা করেছে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বর্ষা ও মাহির ছোটবেলা থেকে পাশাপাশিভাবে বড় হয়েছেন। তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, চতুর্থ শ্রেণি থেকে একে অপরকে পছন্দ করতো। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের ভাঙন ঘটেছিল। ওসি বলেন, বর্ষা জোবায়েদকে পছন্দ করলেও জোবায়েদের সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তাদের মধ্যে কোনো ব্যক্তিগত মেসেজ বা যোগাযোগের প্রমাণও পাওয়া যায়নি।...