ছোটপর্দায় এই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন তানজিম সাইয়ারা তটিনী। অল্প কয়েক বছরে অভিনয় দিয়ে তিনি হয়ে উঠেছেন দর্শকের প্রিয়। সোশ্যাল মিডিয়াতেও এই অভিনেত্রীকে নিয়ে বেশ মাতামাতি দেখা যায় নাটকের দর্শকদের মধ্যে। সম্প্রতি ছোটপর্দা থেকে মেহজাবীন, সাবিলা নূর, ফারিণ, তানজিন তিশারা সিনেমা শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় তটিনীকে সিনেমায় দেখতে চান অনেকেই। ইতোমধ্যে এই অভিনেত্রীর কাছে বেশ কিছু সিনেমার প্রস্তাব গেলেও তিনি হাসিমুখে ফিরিয়ে দিয়েছেন। নিজেকে পরিণত অভিনেত্রী হিসেবে তৈরি করতে করতে আরও সময় নিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তটীনি বলেন, এখন মন দিয়ে নাটক করছি। আরও অভিজ্ঞতা হোক। নাটকে যে ভালোবাসা পাচ্ছি, যখন সিনেমায় আসবো আমি চাই মানুষ যেন একইভাবে আমাকে ভালোবাসা দেয়। ”শুরু থেকে আমি ডিরেক্টর, সহশিল্পী দেখতাম না। সবার আগে নজর দিতাম গল্প এবং স্ক্রিপ্ট, সংলাপ। কারণ, এগুলো ভালো হলে...