১৯৯৫ সালের ২০ অক্টোবর—বলিউডের সবচেয়ে আলোচিত রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র (ডিডিএলজে) যাত্রা শুরু। মুক্তির ৩০ বছর পেরিয়ে গেছে; এখনও চলছে সে যাত্রা! আরও একটা বিষয় বলিউডে এখন অবধি চলমান। সেটা বলার আগে কাহিনিতে যাওয়া যাক। রাজ আর সিমরনের (শাহরুখ খান ও কাজল) প্রেমকাহিনি একসময় ভারতের মানুষের হৃদয় জয় করে নিয়েছিল, আর হয়ে উঠেছিল এক অনন্য ব্লকবাস্টার ক্লাসিক। তবে এই ছবিতে যে চরিত্রটি আজও দর্শকের মনে গেঁথে আছে, তিনি সিমরনের বাবা—বলদেব সিং, যাঁর ভূমিকায় ছিলেন প্রয়াত অমরিশ পুরি। বলদেব সিং এক দ্বন্দ্বময় চরিত্র। তিনি মেয়েকে বিদেশে পড়তে পাঠান, বন্ধুদের সঙ্গে ইউরোপ ভ্রমণের অনুমতি দেন, এমনকি আধুনিক পোশাক পরতেও বাধা দেন না। কিন্তু বিয়ের প্রসঙ্গে এলেই বদলে যান; মেয়ের পছন্দ নয়, নিজের পছন্দের পাত্রের সঙ্গেই বিয়ে দিতে চান। জীবনের অনেক...