নিম একটি ওষুধি গাছ যার ডাল, পাতা ও রস সবই বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য। বিশেষ করে ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে এটি খুব কার্যকর, পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সহায়ক। ত্বকের যত্নে:নিম দীর্ঘদিন ধরে ত্বকের রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। দাগ-ধবংসহ ত্বক মসৃণ করতে এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করতে নিমপাতা উপকারী। ব্রণ দূর করতে পাতার রস ব্যবহার করা যায়। মাথার ত্বকে চুলকানি থাকলে নিয়মিত নিমপাতার রস লাগানো উপকারী। এছাড়া, নিমপাতার সঙ্গে কাঁচা হলুদের পেস্ট ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং স্কিন টোন ঠিক থাকে। চুলের যত্নে:উজ্জ্বল ও সুন্দর চুল পেতে নিমপাতা কার্যকর। খুশকি দূর করতে শ্যাম্পুর সময় নিমপাতা সিদ্ধ পানি দিয়ে চুল ম্যাসেজ করতে পারেন। সপ্তাহে একবার বেটে চুলে লাগিয়ে এক ঘণ্টা রাখলে চুল পড়া কমে যায়, চুল নরম ও কোমল হয়।...