
জুলাই সনদ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব ইস্যু নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক সামাজিকমাধ্যম পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এটি বিভিন্ন গণমাধ্যমে খবরের শিরোনাম হয়ে ওঠে। নাহিদ ইসলাম তার পোস্টে দাবি করেন, তথাকথিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন’ আসলে ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, যার সূত্রপাত ঘটায় জামায়াতে ইসলামী। তার ভাষায়, “এই আন্দোলনের উদ্দেশ্য ছিল জনগণের বিদ্রোহের প্রেক্ষিতে সংবিধান সংস্কারের যে প্রক্রিয়া চলছিল, সেটিকে বিপথগামী করা এবং জাতীয় সংলাপকে মূল প্রশ্ন থেকে সরিয়ে নেওয়া।” তিনি আরও বলেন, এনসিপি মূলত আনুপাতিক ভোট ব্যবস্থার ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার পক্ষে ছিল— যা সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু, নাহিদের অভিযোগ— “জামায়াত ও তাদের মিত্ররা এই এজেন্ডা ছিনিয়ে নিয়ে একে পিয়ার ইস্যুতে সীমিত করে ফেলে এবং...