জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে তার ছাত্রী ‘পছন্দ করতেন’ জানিয়ে পুলিশ বলছে, সেই ক্ষোভে ওই ছাত্রীর ‘প্রেমিক’ তার বন্ধুদের সঙ্গে নিয়ে জুবায়েদকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে মেয়েটি দাবি করেছে, এই খুনের বিষয়ে তিনি কিছুই জানতেন না। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে এ তথ্য দিয়েছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটি বলেছে, তার সঙ্গে মাহির রহমানের ৯ বছরের ‘প্রেমের সম্পর্ক’ ছিল। “মাহির রহমান পুরান ঢাকার শেখ বোরহান উদ্দীন কলেজে ইন্টার প্রথম বর্ষে পড়ে। আর মেয়েটি পড়ে ঢাকা মহানগর মহিলা কলেজে সেকেন্ড ইয়ারে। পাশাপাশি বাড়িতে তাদের বেড়ে ওঠা ছোট থেকে। তাদের মধ্যে ছিলো দীর্ঘ প্রেমের সম্পর্ক। চতুর্থ শ্রেণি থেকে একে অপরকে পছন্দ করতো। “কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েন চলে। কিছুদিন...