মানুষের জীবন শুধু দৃশ্যমান জগতের মধ্যে সীমাবদ্ধ নয়। চোখে না দেখা, কিন্তু অস্তিত্বে অনস্বীকার্য এক অদৃশ্য জগৎ রয়েছে, যেখানে বাস করেন আল্লাহর অনুগত সৃষ্টি ফেরেশতারা। ইসলামি বিশ্বাসে, ফেরেশতাদের প্রতি ঈমান রাখা ঈমানের ছয়টি মৌলিক স্তম্ভের একটি। কোরআনে আল্লাহ তায়ালা বলেন, সৎকর্মশীল সেই মানুষ, যারা আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূলদের প্রতি বিশ্বাস রাখে। (সূরা আল-বাকারা: ১৭৭) অর্থাৎ ফেরেশতাদের প্রতি বিশ্বাস শুধু ধর্মীয় অনুশাসন নয়, বরং এটি আল্লাহর প্রতি বিশ্বাসেরই অবিচ্ছেদ্য অংশ। ফেরেশতাদের অস্বীকার করা মানে ইসলামি বিশ্বাসের কাঠামো থেকে বিচ্যুত হওয়া। ফেরেশতারা আল্লাহ তায়ালার সৃষ্টি, আলো থেকে সৃষ্ট এক বিশেষ সত্তা। কোরআনে তাদের পরিচয় এসেছে এমন এক শ্রেণি হিসেবে, যারা সর্বদা আল্লাহর নির্দেশ পালন করেন, অবাধ্য হন না। তারা খায় না, ঘুমায় না, ক্লান্ত হয় না। আল্লাহ বলেন, ফেরেশতারা আল্লাহর আদেশ অমান্য...