পুরান ঢাকায় টিউশনি করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেন। তিনি পরিসংখ্যান বিভাগের ১৫ ব্যাচের ছাত্র ছিলেন। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে এ ঘটনা ঘটে। রাত ১১টা ২০ মিনিটের দিকে হত্যার ঘটনায় জুবায়েদের ছাত্রী বর্ষাকে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে আটক করে পুলিশ। বাড়ির অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে। পুলিশ জুবায়েদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠায়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “আমরা পুলিশকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেছি। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। আমরা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।” তিনি আরও বলেন, “যে কোনো মূল্যে আমরা...