২০ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম বলিউড অভিনেতা সাইফ আলি খান গ্ল্যামারগার্ল কারিনা কাপুরের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানান, প্রাক্তন স্ত্রী অমৃতা সিংকে এখনও মনে রাখেন। কাজল ও টুইঙ্কেল খান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে সাইফ বলেন, অমৃতা আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ইন্ডাস্ট্রিতে নিজের পথ বুঝতে সাহায্য করেছেন। তার পরামর্শ ভাষায় প্রকাশ করা যায় না, যদিও সব পরামর্শ কাজে লাগেনি। কাজল মজা করে বলেন, ‘তোমাকে তো ভালোই মানুষ করেছে’। জবাবে সাইফ বলেন, ঠিক তাই। সন্তানদের ভালো মানুষ করেছে। সেই কারণেই আজও তাকে মনে করি। এসময় সাইফ আরও জানান, অমৃতার সঙ্গে সম্পর্ক এখনও সৌহার্দ্যপূর্ণ। তবে খুব বেশি যোগাযোগ নেই। তিনি বলেন, সুসম্পর্ক আছে, তবে কথা হয় শুধু বিশেষ সময়ে, যেমন আমি...