২০ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অতীতের ইতিহাস বিবেচনা করে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তার আগে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত। রোববার (১৯ অক্টোবর) বিকালে তিনি নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবদুল কাইয়ুম আহাদ ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা জানান এবং পরিবারের খোঁজ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বুলু বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত এবং প্রায় ২০ হাজার আহত হয়েছেন। যদি এ পরিস্থিতিতে আওয়ামী লীগকে দায়ী করে নিষিদ্ধ করা হয়, তাহলে তার আগে জামায়াতের নিষিদ্ধ হওয়াই যুক্তিসঙ্গত। কারণ ১৯৭১ সালে তারা মা-বোনদের পাকিস্তানি সেনার হাতে তুলে দিয়েছে, ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং পাকিস্তানের পক্ষে মানুষ হত্যা...