
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল যাকেই মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে, কোনো ধরণের কোন্দল করা যাবে না। ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে বিএনপির প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন।আরো পড়ুন:সাংবাদিক হেনস্থায় মির্জা ফখরুলের দুঃখ প্রকাশগণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা প্রয়োজন: সালাহউদ্দিন গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা প্রয়োজন: সালাহউদ্দিন সূত্র জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মনোনয়নপ্রত্যাশীদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু বার্তা জানিয়ে দেন। তিনি বলেছেন, একাধিক...