এখন যুক্তরাষ্ট্রেই নিজস্ব চিপ উৎপাদন শক্তিশালী করার পথে বড় এক পদক্ষেপ নিয়েছে এনভিডিয়া। যুক্তরাষ্ট্রে তৈরি প্রথম ব্ল্যাকওয়েল ওয়েফার উন্মোচন করেছে মার্কিন চিপ নির্মাতা কোম্পানিটি। শুক্রবার এক ঘোষণায় কোম্পানিটি বলেছে, এ ওয়েফারটি এনভিডিয়ার এআই চিপ তৈরির মূল উপাদান, যা তৈরি হয়েছে ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ বা টিএসএমসি’র মার্কিন ফিনিক্স শহরের কারখানায়। এনভিডিয়ার এ ঘোষণা এমন সময়ে এল যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের চাহিদা দ্রুত বেড়ে চলেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। এক ব্লগ পোস্টে এনভিডিয়া বলেছে, এ উদ্যোগ ‘যুক্তরাষ্ট্রের সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী ও এআই প্রযুক্তির সবকিছু দেশেই তৈরির ব্যবস্থা করবে, যা ডেটাকে বুদ্ধিমত্তায় রূপান্তর ও এআই যুগে আমেরিকার নেতৃত্বকে নিশ্চিত করবে’। এনভিডিয়ার এমন উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে নেতৃত্ব শক্তিশালী করার প্রচেষ্টার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে প্রতিবেদনে...