দেলোয়ার হোসেন উপস্থিত হন তার আইনজীবী অ্যাডভোকেট এস.এইচ. কৃষ্ণসহ সাবেক শিক্ষার্থী ও স্থানীয় সমর্থকদের সঙ্গে। একাংশ শিক্ষার্থী তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। পরে তিনি উপাচার্যের কক্ষে আদালতের রায় ও পুনর্বহালের আবেদনপত্র জমা দেন। এর আগে গত ৮ অক্টোবর ঢাকার সিনিয়র সহকারী জজ (সাভার) আদালতের বিচারক মো. হাবিবুর রহমান রায়ে উল্লেখ করেন, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ১২ সেপ্টেম্বর ২০২০ তারিখের অব্যাহতি আদেশটি “অবৈধ”। দেলোয়ার হোসেন বলেন, "যখন আমাকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়, সাথে সাথেই আমি হাইকোর্টে রিট মামলা করি। হাইকোর্ট আমাকে সাভার আঞ্চলিক আদালতে পাঠায়। সেখানে চার বছর মামলা চলতে থাকে। এক বছরের জন্য বিবাদী পক্ষ হাজিরা দেয়নি। এরপর এক পাক্ষিক রায় হয়। পরে আরও একবার অর্ডার হয়, আমি তাতেও উপস্থিত থাকিনি। আদালতের নির্দেশমতো সাক্ষীর তথ্য সরবরাহের চেষ্টা করেছি, কিন্তু...