ভূমি মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে এবার থেকে ভূমি মালিকগণ মাত্র দুইটি প্রমাণ থাকলেই এক সপ্তাহের ভিতরে তাদের জমির নামজারি করতে পারবেন। তবে শর্ত হলো, সেই দুইটি প্রমাণ অবশ্যই সঠিক ও বৈধ হতে হবে। পূর্বে ১৯০৮ সাল থেকে শুরু হওয়া নামজারি প্রথায় ভূমি মালিকদের জন্য অনেক সময় জটিলতা ও ঝামেলা ছিল। ২০২১ সালে অনলাইন ভিত্তিক নামজারি ব্যবস্থা চালু হলেও অনেক ভূমি মালিক প্রক্রিয়ায় ঝামেলায় পড়েছিলেন। অনেক ক্ষেত্রেই আবেদন সঠিক থাকলেও, অফিসাররা কোনো যৌক্তিক কারণ ছাড়াই আবেদন বাতিল করতেন। এছাড়া প্রতারক চক্র ও স্থানীয় দালালদের কারণে অনেকের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগও ছিল। এবারের নতুন নিয়ম অনুযায়ী, একজন ভূমি মালিক নামজারির জন্য আবেদন করলে সঙ্গে সঙ্গে একটি কেস নাম্বার তৈরি হবে এবং এই কেস নাম্বার আর কখনো বাতিল...