সরকারি কলেজে প্রভাষক নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এতে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ ১,২১৯ জন প্রার্থী অংশ নেবেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো প্রার্থীর সাময়িক যোগ্যতা না থাকা, মিথ্যা বা ভুল তথ্য প্রদান, তথ্য গোপন বা প্রতারণার প্রমাণ মিললে তার প্রার্থিতা বাতিল হবে। এর আগে গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধু ঢাকা মহানগরে এ পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী। পিএসসি জানিয়েছে,...