ছেলে সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। রবিবার তিনি পুত্র সন্তানের জন্ম দেন। খবরটি ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন পরিণীতি ও স্বামী রাঘব চাড্ডা। যৌথ বিবৃিতে এদিন তারা লিখেন, “সে অবশেষে এসেছে!… আমাদের সোনার ছেলে! তাকে বুকে জড়িয়ে আমরা যেন আগের জীবনের কথা ভুলেই গেছি।” উচ্ছ্বাস প্রকাশ করে তারা লিখেন,”আমাদের কোল এখন পরিপূর্ণ, আর হৃদয় ভালোবাসায় আরও ভরা। একসময় শুধু আমরা দুজন ছিলাম, এখন আমাদের সবকিছুই আছে। কৃতজ্ঞতাসহ — পরিণীতি ও রাঘব।” পরিণীতি রুপালি পর্দার মানুষ। অন্যদিকে তার স্বামী রাঘব চাড্ডা রাজনীতিবিদ। দিল্লিতে তার কর্মজগৎ। তাই বিয়ের পর থেকেই মুম্বাই-দিল্লি আসা যাওয়া করছিলেন তিনি। কিন্তু এবার আর অভিনেত্রীকে একা রাখতে চাইছিলেন না বাড়ির লোকজন। নতুন অতিথি আসার আগেই তাই দিন কয়েক আগেই দিল্লি উড়ে গিয়েছেন পরিণীতি। আগস্ট মাসে একটি কেকের...