জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের হত্যাকাণ্ডে উঠে এসেছে প্রেমঘটিত চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেমঘটিত জটিলতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। তবে খুনের পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছেন। রোববার (১৯ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার আরমানিটোলার ১৫, নুরবক্স লেনের তৃতীয় তলার একটি বাসায় খুন হন জোবায়েদ। তিনি গত এক বছর ধরে ঐ বাসায় বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন। সোমবার (২০ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বর্ষা ও মাহিরের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। ছোটবেলা থেকেই তারা পাশাপাশি বাড়িতে বেড়ে উঠেছিলেন। সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল ধরলে বর্ষা মাহিরকে জানান, তিনি জোবায়েদকে পছন্দ করেন, যদিও সরাসরি তা...