
কোন আইনে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’ বাদ দেওয়া হলো, নির্বাচন কমিশনের (ইসি) কাছে এমন প্রশ্ন রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবার শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় বলেও সাফ জানিয়েছে ইসি। এনসিপি ও ইসির প্রতীক নিয়ে এমন তুলকালামে আলোচনায় আসছে ধানের শীষ, স্থগিত নৌকা প্রতীক কিংবা দাঁড়িপাল্লা কীভাবে নির্বাচনি প্রতীক হয়ে উঠেছিল। রাজনৈতিক দলগুলোর প্রার্থিরা এরই মধ্যে নিজ নিজ দলের পক্ষে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা শুরু করেছেন। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নিজস্ব প্রতীকের সমর্থনে মিছিল-মিটিং করছেন তারা। বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর মতো দলগুলো যখন ধানের শীষ বা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠের রাজনীতিতে সরব, তখন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নৌকা ভোটের মাঠে নেই। আর রাজনীতির নানা দোলাচলে ঝুলে আছে লাঙ্গল প্রতীকের নির্বাচনি ভবিষ্যৎ। বাংলাদেশের নির্বাচনি ইতিহাস বলছে, ধানের শীষ,...