শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসে রেকর্ডসংখ্যক চাকরিপ্রার্থী আবেদন করেও অংশ নেননি। এ পরীক্ষায় অনুপস্থিতির হার প্রায় ৪১ শতাংশ। আবার অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে উত্তীর্ণের হারও খুবই কম। মাত্র ০.৬৯ শতাংশ প্রার্থী এতে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। রোববার (২০ অক্টোবর) রাতে বিশেষ এ বিসিএসের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায়। পিএসসি সূত্র জানায়, ৪৯তম বিশেষ বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। বাকি ১ লাখ ৩৬ হাজার ৮২ জন প্রার্থী এ বিসিএসে আবেদন করেও অংশ নেননি। অর্থাৎ, আবেদন করেও পরীক্ষায় অংশ না নেওয়া হার প্রায় ৪১ শতাংশ। এদিকে, ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী পরীক্ষায়...