জুলাই সনদ স্বাক্ষরের পর আগ্রহের কেন্দ্রে এখন জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে। কোন ভিত্তিতে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন- সেই প্রশ্ন এখন জনমনে।প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব দিয়েছেন নির্বাচনের ভিত্তি নির্ধারণের। তবে দলগুলোর মধ্যে মতপার্থক্য এখনো প্রকট। বিএনপি মনে করে জুলাই সনদ স্বাক্ষরের পর জাতীয় নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই। একই দিনে গণভোটের মাধ্যমে জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নেবে জাতি। তবে আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনের পর জাতীয় নির্বাচনের দাবি তুলছেন অন্যরা। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বললে এসব বিষয়ে তারা তাদের মতামত ব্যক্ত করেন। নির্বাচনি ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে- সালাহউদ্দিন আহমদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ...