এক রহস্যময় মহাজাগতিক রশ্মি আঘাত হেনেছে পৃথিবীতে—যার উৎস নিয়ে বিভ্রান্ত বিজ্ঞানীরা। এই অতিশক্তিশালী কসমিক রে বা মহাজাগতিক কণাটির শক্তি এতটাই ভয়ংকর যে, মানবজাতি এখনো পৃথিবীতে এমন শক্তি উৎপাদন করতেই পারেনি। বিজ্ঞানীরা এটিকে নাম দিয়েছেন ‘আমাতেরাসু পার্টিকল’। এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে প্রায়২৪০ এক্সা-ইলেকট্রন ভোল্ট (EeV)শক্তি নিয়ে—যা পৃথিবীতে মানুষের তৈরি যেকোনো কণাত্বরক যন্ত্রের তুলনায় লাখ লাখ গুণ বেশি শক্তিশালী। এই শক্তি ১৯৯১ সালে আবিষ্কৃত কিংবদন্তি ‘Oh-My-God’ পার্টিকলের সঙ্গেও তুলনীয়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো—এই কণাটি এসেছে মহাবিশ্বের এমন এক স্থান থেকে, যেখানে কোনো নক্ষত্র, কৃষ্ণগহ্বর বা সুপারনোভার অস্তিত্বই নেই। একেবারে শূন্য, ফাঁকা এক মহাজাগতিক অঞ্চলের দিক থেকে এসেছে এটি। এই আবিষ্কার আধুনিক পদার্থবিজ্ঞানের সীমাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কারণ ‘আমাতেরাসু পার্টিকল’ অতিক্রম করেছেগ্রেইসেন–জাটসেপিন–কুজমিন (GZK) সীমা, যা বলে দেয়, মহাজাগতিক কণাগুলো একটি...