
তিনি আরও বলেন, দেশব্যাপী চলছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ। এ জন্য অসুস্থ হলে অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে হবে।চিকিৎসক বলেন, অনেক রোগী দেরি করে হাসপাতালে আসেন। সেক্ষেত্রে কোনো কোনো রোগীকে সারিয়ে তুলতে কিছুটা সময় লাগে। অসুস্থতার শুরুতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হলে কম সময়ের মধ্যেই সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, আমরা হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শের পাশাপাশি সুস্থ থাকতে করণীয় বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। এ ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসক বলেন, অনেক রোগী দেরি করে হাসপাতালে আসেন। সেক্ষেত্রে কোনো কোনো রোগীকে সারিয়ে তুলতে কিছুটা সময় লাগে। অসুস্থতার শুরুতেই উপজেলা স্বাস্থ্য...