প্রথমবারের মতো বিজ্ঞানীরা একটি সাধারণ ভাইরাসকে আক্রমণাত্মক ত্বকের ক্যানসারের সঙ্গে সরাসরি যুক্ত করেছেন। গবেষকরা জানিয়েছেন, মানব প্যাপিলোমা ভাইরাসের (HPV) একটি বিশেষ স্ট্রেইন ‘কিউটেনিয়াস স্কোয়ামাস সেল কারসিনোমা’ (cSCC) নামের ত্বকের ক্যানসারের সঙ্গে সম্পর্কিত। এটি বিশ্বজুড়ে দ্বিতীয় সর্বাধিক সাধারণ ত্বক ক্যানসার। এখন পর্যন্ত এই ধরনের ক্যানসারের জন্য সূর্যের অতিবেগুনি রশ্মির (UV) কারণে ডিএনএ ক্ষতিই মূল কারণ হিসেবে বিবেচিত হতো। কিন্তু বিজ্ঞানীরা এক রোগীর দেহে এমন একটি বিটা-HPV স্ট্রেইন শনাক্ত করেছেন, যা তার ডিএনএ-তে একীভূত হয়ে এমন প্রোটিন তৈরি করছিল যা টিউমার বৃদ্ধিতে ভূমিকা রাখে। এই আবিষ্কারটি জরায়ু ও গলার ক্যানসারে HPV ভাইরাসের ভূমিকার সঙ্গে মিল রাখলেও, এটি প্রথমবারের মতো স্পষ্ট প্রমাণ দিয়েছে যে ভাইরাস সরাসরি ত্বকের ক্যানসারও ঘটাতে পারে। গবেষণায় অংশ নেওয়া ৩৪ বছর বয়সী এক নারী ছিলেন এক বিরল জিনগত রোগে...