পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল একত্র হয়ে পাকিস্তানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ১৯৫৪ সালের ৪ ডিসেম্বর একটি জোট তৈরি করে। যার নাম দেওয়া হয় যুক্তফ্রন্ট। এ যুক্তফ্রন্টের প্রধান নেতারা ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী এবং খাজা নাজিমুদ্দিন। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল জয় লাভ করে মুসলিম লীগ সরকারকে পরাজিত করেছিল। যুক্তফ্রন্টের সবচেয়ে বড় দল ছিল আওয়ামী মুসলিম লীগ, জোটের প্রতীক ছিল ‘নৌকা’। দলটি ভেঙে যাওয়ার পর ‘নৌকা’ প্রতীকটি আওয়ামী মুসলিম লীগের কাছে চলে যায়। ১৯৫৭ সালে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে দলের নতুন নাম হয় আওয়ামী লীগ। অন্যদিকে, শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে অবিভক্ত ভারতের কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙল। পরবর্তীতে এ প্রতীকের মালিকানা যায় আতাউর রহমান খানের নেতৃত্বাধীন জাতীয়...