দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল ‘ব্ল্যাকপিংকের’ যে নতুন অ্যালবামটি আসার কথা ছিল আগামী মাসে, সেটির মুক্তি পিছিয়েছে। নিউজ এইট্টিন লিখেছে, এর আগে ব্ল্যাকপিংকের প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্টের কর্ণধার ও প্রযোজক ইয়াং হিয়োন সুক এক ব্লগে লিখেছিলেন, নভেম্বরে অ্যালবামটি প্রকাশিত হবে। এখন খবর এসেছে রোজ, জেনি কিম, লিসা, জিসু কিমের অ্যালবাম আসছে ডিসেম্বরে। মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ৯ বছরের ক্যারিয়ারে ৩৫টির মত গানে পাওয়া গেছে ব্ল্যাকপিংককে। এছাড়া প্রায় তিন বছর ধরে কোনো অ্যালবাম প্রকাশ করেনি ‘ব্ল্যাকপিংক’। তবে অ্যালবাম মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ওয়াইজি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলছে, অ্যালবামে কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশের দিনক্ষণ জানানো হবে। বর্তমানে ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’ এ ব্যস্ত আছে গানের এই দলটি। ইতিমধ্যে উত্তর আমেরিকা ও ইউরোপে পারফর্ম...