বিশেষজ্ঞদের মতে, ব্যাটারির আয়ু নির্ভর করে চার্জ দেওয়ার সময় ও পদ্ধতির উপর। দিনে কয়বার চার্জ দেবেনঅনেকে অভ্যাসবশত ফোনে অল্প চার্জ শেষ হলেই চার্জে বসান, আবার কেউ অপেক্ষা করেন যতক্ষণ না ফোন একেবারে বন্ধ হয়ে যায়। কিন্তু দুইটিই ভুল অভ্যাস। বিশেষজ্ঞরা বলেন, ফোনের ব্যাটারি সবচেয়ে ভালো থাকে যখন চার্জ ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা হয়। অর্থাৎ, ব্যাটারি ২০ শতাংশে নামলে চার্জে দিন, আর ৮০–৮৫ শতাংশে পৌঁছালে চার্জার খুলে ফেলুন। এতে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয় এবং অতিরিক্ত তাপ উৎপন্ন হয় না। ঘন ঘন চার্জ দেওয়া কি ক্ষতিকরদিনে একাধিকবার ফোন চার্জে দেওয়া ক্ষতিকর নয়—যতক্ষণ পর্যন্ত ব্যাটারি পুরো ১০০ শতাংশ না হয় এবং ফোন গরম না হয়। কারণ আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি আংশিক চার্জেই ভালোভাবে কাজ করতে পারে। তবে ফাস্ট চার্জার বারবার ব্যবহার...