আজ সোমবারের (২০ অক্টোবর) দিনটি কারও জন্য নতুন সুযোগের, কারও জন্য সতর্কতার। গ্রহ-নক্ষত্রের অবস্থান আজ আপনাকে কোথায় নিয়ে যাবে—চলুন জেনে নিই আজকের রাশিফল। মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)দিনটি শুরু হতে পারে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে, তবে ধৈর্য ধরুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। কর্মস্থলে সহকর্মীর সহযোগিতা পাবেন। বিকেলের দিকে প্রিয়জনের কাছ থেকে সুখবর আসতে পারে। বৃষ (২১ এপ্রিল–২০ মে)আজ আপনার আত্মবিশ্বাসই হবে মূল শক্তি। ব্যবসায় নতুন চুক্তি হতে পারে। প্রেমে সামান্য ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে—তবে যোগাযোগ বজায় রাখুন। সন্ধ্যায় কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। মিথুন (২১ মে–২০ জুন)নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকুন। পারিবারিক কোনো সমস্যার সমাধান হতে পারে আজ। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূলে। ভ্রমণে গেলে গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে রাখবেন। কর্কট (২১ জুন–২০ জুলাই)আজ নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। কাজের ক্ষেত্রে...