প্রার্থী চূড়ান্ত হয়নি, আপাতত সবাই আশাবাদী। সিলেট বিভাগের ১৯টি আসনের কোনো মনোনয়ন প্রত্যাশীকেই নিরাশ করেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বরং সবাইকে নিজ নিজ এলাকায় দলকে সংগঠিত করে, ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের ১৯ আসনের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে পৃথক বৈঠকে বসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তিনি সবাইকে নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে বিএনপিকে শক্তিশালী করা, মাঠে সক্রিয় থাকা ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর নির্দেশ দেন। একইসঙ্গে সতর্ক করে দেন, প্রচারণা বা সাংগঠনিক কর্মকাণ্ডে যেন কেউ অভ্যন্তরীণ দ্বন্দ্বে না জড়ান কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। তিনি জানান, একজনকেই প্রার্থী করা হবে। সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে দলীয়...